‘শেখ হাসিনার বিরুদ্ধে দেশি-বিদেশি কোনো চক্রান্তই সফল হবে না’

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, জনগণের দল আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশি বিদেশি কোনো চক্রান্তই সফল হবে না, জনগণ তা প্রতিরোধ এবং প্রতিহত করবে।

শুক্রবার বিকালে জেল হত্যা দিবস পালন উপলক্ষে জাতীয় ৪ নেতার স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও ১৪ দলের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

এর আগে শুক্রবার সকালে দিনাজপুর সার্কিট হাউজ চত্বরে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার স্মৃতি সৌধে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা’র নেতৃত্বে জেলা আওয়ামী লীগ এবং ১৪ দলের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।
জাতীয় ৪ নেতার স্মরণে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড আব্দুল লতিফের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংরক্ষিত সংসদ সদস্য অ্যাড. জাকিয়া তাবাসুম জুঁই, সাবেক এমপি সুলতানা বুলবুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর রহমান, আবুল কালাম আজাদ, কামরুল হুদা হেলাল, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিকী সাগর, জাসদ নেতা শহিদুল ইসলাম শহিদুল্লাহ প্রমুখ।

অপরদিকে শুক্রবার সকালে শোকাবহ জেলহত্যা দিবস উপলক্ষ্যে দিনাজপুর সদর হাসপাতাল মোড়ে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার জাতীয় নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights