শেখ হাসিনা টুঙ্গীপাড়ায় আসেন রিচার্জ হতে: এসএম কামাল
গোপালগঞ্জ প্রতিনিধি
আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় যাবেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষে আজ বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গীপাড়া-কোটালীপাড়া তার নির্বাচনী এলাকায় আসেন রিচার্জ হতে। কারণ এখানে ঘুমিয়ে আছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধুর সান্নিধ্যে এসে প্রধানমন্ত্রী শক্তি সাহস সঞ্চয় করেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় শেখ হাসিনার আগমনকে কেন্দ্র কোটালীপাড়ার প্রতিটি ঘরে বইছে উৎসবের আমেজ।
শেখ হেলালইদ্দিন এমপি বলেন, আমার বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া। নেত্রী বলেন কোটালীপাড়ার মানুষ তাকে খুব ভালোবাসে। কিন্তু নেত্রী বিভিন্ন অনুষ্ঠানে টুঙ্গীপাড়া আসেন কিন্তু কোটালীপাড়া যেতে পারেন না। সে কারণে এবার তিনি তার নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাবেন। আমরা এই কোটালীপাড়ার জনসভার মধ্য দিয়ে প্রমাণ করে দিতে চাই যে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ও আন্তর্জাতিক ভাবে মানুষের কাছে কতো জনপ্রিয়। কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট টিটি উচ্চ বিদ্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আয়নাল হোসেন প্রমুখ। সভায় কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।