শেখ হাসিনা মানে উন্নয়ন, বেঁচে থাকার আলো: রাবি উপাচার্য

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপচার্য গোলম সাব্বির বলেছেন, শেখ হাসিনা মানেই উন্নয়ন, শেখ হাসিনা মানেই বেঁচে থাকার আলো। মুজিব-হাসিনার যূথবদ্ধতায় যে ছবি অঙ্কিত হয়েছে, তাতে রয়েছে দেশের মানুষের মুক্তির পথ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু গণতান্ত্রিক সমাজতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপচার্য আরো বলেন, সূর্য উঠলে যেমন সবাই দেখে, তেমনি শেখ হাসিনার ৪২ বছরের রাজনৈতিক দূরদর্শিতায় সেটা দৃশ্যমান হয়েছে। তাঁর আগামীর কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে আলোর দিশা। ২০৪১ সালের মধ্যেই আমরা ওনার হাত ধরে আলোকিত বাংলাদেশ নিশ্চিত করবো। আজ যারা আমাদের বিরোধিতা করে তারা আগেও বিরোধিতা করেছে। আগামীতে তারা কি করবে সেটাও আমাদের ভাবতে হবে।
উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অবাইদুর রহমান প্রামানিক, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. বিনায়ক সেন।

ড. সেন বলেন, এ দেশের মানুষের শেখ হাসিনার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে। কারণ আমি যখন দেশের আগামী ১০ বছর নিয়ে চিন্তা করি, তখন আমি দলকে চিন্তা করি না। আমি ব্যক্তি হিসেবে চিন্তা করি। বিশ্বের বিভিন্ন শক্তিকে ব্যালান্স করে দেশকে এগিয়ে নেয়ার চিন্তা শেখ হাসিনা ছাড়া আর কারো মধ্যে দেখি না।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সমাজতান্ত্রিক ভাবনা বর্তমানে খুবই প্রাসঙ্গিক। আমাদের দেশে এখনো ৪১ শতাংশ মানুষ কৃষিজীবী। এই প্রেক্ষাপটে আমরা পশ্চিমা দেশগুলোর উন্নত গণতান্ত্রিক সমাজতন্ত্র আমাদের দেশে প্রবর্তনের চেষ্টা করা অনুচিত হবে। বঙ্গবন্ধুর গণতান্ত্রিক সমাজতন্ত্রের একটা রেশিও আমাদের একটা ঐতিহ্য হয়ে আছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, বিভিন্ন অনুষদের ডীন, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এর আগে, সকাল ১০ টায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights