শোকাবহ ১৫ আগষ্টের বিদেশে পলাতক আসামীদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত আছে ; মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

কালিয়াকৈর (গাজীপুর) থেকে,, জিল্লুর রহমান

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ এডভোকেট আ. ক. ম মোজাম্মেল হক এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা মামলার বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জোর তৎপরতা চালানো হচ্ছে।তাদের‌‌ শাস্তি কার্যকরের জন্য খুনিদের দেশে ফিরিয়ে‌ আনাটাই আবশ্যক বলেও তিনি‌ জানান।

তিনি‌ মঙ্গলবার সকালে শোক দিবস পালনের আনুষ্ঠানিকতা শুরুর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে মন্ত্রী কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৫ আগষ্টের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নির্বাচনী এলাকা গাজীপুর ১ আসনের কালিয়াকৈর উপজেলার ২৬৫টি আওয়ামীলীগের গ্রাম কমিটির আলোচনা সভা ও কাঙালিভোজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মুরাদ কবির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী,কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম তুষার, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন প্রমুখ নেতৃবৃন্দ মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights