ষড়যন্ত্র রুখে দিতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে : দোলন

অনলাইন ডেস্ক
বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়েও ষড়যন্ত্র হয়েছিল, এখনও হচ্ছে। ষড়যন্ত্র রুখে দিতে আগামীতে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে শক্তিশালী করতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন মঙ্গলবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরিফুর রহমান দোলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন। অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, সহ-সভাপতি আশরাফ উদ্দিন তারা, ইকবাল হাসান চুন্নু, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা শেখ শওকত আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান খান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রউফ, দপ্তর সম্পাদক সেলিম রেজা, যুব ও ক্রীড়া সম্পাদক আবুল কাশেম, ফরিদপুর জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম খান (রানা), উপজেলা আলফাডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কামরুজ্জামান কদর।

এর আগে সকালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান। উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ ও কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তিনি উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের শোক র্যালিতে অংশ নেন।

পরে তিনি বেগম শাহানারা একাডেমিতে শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনের ওপর আলোচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমেদ। এসময় আফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম নাইম, দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল উপস্থিত ছিলেন।

এরপর কামারগ্রাম কাঞ্চন একাডেমিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাববৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনের ওপর আলোচনা করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জাকির হোসেন।

অনুষ্ঠানের পরই দোলন যোগ দেন আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের শোক দিবসের আলোচনা সভায়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমএম মুজিবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক সৈয়দ মেহেদী হাসান, রবিউল ইসলাম প্রমুখ।

সেখান থেকে দোলন উপস্থিত হন আলফাডাঙ্গা আওয়ামী লীগ আয়োজিত দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে। পরে তিনি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির চৌরাস্তায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে শোক দিবসের আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন।

ফরিদপুর জেলা পরিষদের সদস্য আহসান হাবীব সিকদারের (হাসান সিকদার) সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন মৃধা। বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেত্ববৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যায় আলফাডাঙ্গার বারাণখোলায় কৃষক লীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দোলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরাইচ ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি এস্কেন্দার আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights