সখীপুরে গাঁজাসহ আটক ৫

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে ৪০ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কচুয়া বাজার ঘেঁষা মোহাম্মদ আলীর বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলো- বাগেরহাটের দশানী এলাকার ওয়াদুদ শেখের স্ত্রী মমতাজ বেগম (৫৩), গাইবান্ধার পলাশবাড়ী এলাকার শাহজাহান মিয়ার স্ত্রী শিরিনা (৪৬), নরসিংদীর করিমপুর এলাকার মোশারফ হোসেনের স্ত্রী পারুল (৫০), শরীয়তপুরের নাড়িয়া এলাকার খোরশেদ আলমের স্ত্রী রোকেয়া (৫৫) ও গাইবান্ধা গোবিন্দগঞ্জের সানোয়ার হোসেনের ছেলে রাজু আহমেদ (২৮)।

এলাকাবাসী, প্রায় একমাস আগে দুই নারী কচুয়া বাজারের মোহাম্মদ আলী ওরফে সেনাপতির বাসাটি ভাড়া নেন। দুই দিন আগে কয়েকটি স্কুল ব্যাগে ও একটি বস্তা ভর্তি গাজা নিয়ে বাসায় আসে তারা।
সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে বস্তা ভর্তি গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights