সড়কে পশুর হাট, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
কোরবানির ঈদ কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথ উপজেলার যত্রতত্র বসেছে পশুর হাট। এমনকি খোদ সড়কেই বিক্রির উদ্দেশ্যে অনেকে বেঁধে রেখেছেন গবাদি পশু। উপজেলা প্রশাসনের অনুমোদন না নিয়েই বিভিন্ন বাজারে রীতিমত হাট বসিয়েছেন স্থানীয়রা।
হাটের অনুমোদন নিয়ে কেউ কেউ নিয়ম ভেঙে সড়কে তুলেছেন কোরবানির পশু। এতে ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। ব্যাহত হচ্ছে যান চলাচল। অবৈধ এসব পশুর হাটে বিরুদ্ধে অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার বিকালে অভিযানে নামেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার। এসময় উপজেলার মুফতির বাজারে বসানো অবৈধ পশুর হাট ভন্ডুল করে দিয়ে এক হাজার টাকা অর্থদণ্ড করেন তিনি। পরে রামপাশা বাজারে পশুর হাটের অনুমতি থাকলে, তারা সড়কে গরু বেঁধে রাখায় বাজারের ইজারাদারকে গুনতে হয় দণ্ডের এক হাজার টাকা। এছাড়াও বিভিন্ন এলাকায় সড়কে গবাদিপশু রাখায় ক্ষুদ্র ব্যবসায়ীদের এ যাত্রায় সর্তক করেন তিনি।
এ বিষয়ে কথা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার বলেন, জনগণের ভোগান্তি লাগব ও যান চলাচল নির্বিঘ্ন এ অভিযান অব্যাহত থাকবে।