সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবেঃ এমপি একরাম
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বঙ্গকণ্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, ভালো মন্ধে জনগণের পাশে থাকতে হবে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে বেদাবেদ ভুলে গিয়ে কাজ করতে হবে, শেখ হাসিনার উন্নয়নকে সবার মাঝে তুলে ধরতে হবে। ২০ মে শুক্রবার বিকেল ৪ টায় সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের কর্মি সমাবেশে কবিরহাট উপজেলার নিজ বাড়ীতে এসব কথা বলেন নোয়াখালী ৪ মাননীয় সংসদ সদস্য জনাব একরামুল করিম চৌধুরী এমপি।
কর্মি সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্র, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরমান, সাধারণ সম্পাদক আদনান,এমপি পুত্র সাবাব চৌধরী, সুবর্ণচর উপজেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি ও ১ নং চর জব্বর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক, সুবর্ণচর উপজেলা যুবলীগ আহবায়ক ও চরবাটা ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও চরজুবিলী চেয়ারম্যান সাইফুল্যাহ খসরু, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগ আহবায়ক আব্দুল্যাহ আল মামুন জাবেদ, চর ওয়াপদা চেয়ারম্যান ডাক্তার আব্দুল মান্নান ভূঁইয়া, ২ নং চরবাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার আকবর হোসেন শাহনাজ,বিশিষ্ট শ্রমিক নেতা অলি উদ্দিন হাওলাদারসহ নোয়াখালী আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ জেলা উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ।
এর আগে বিকেল ৩ টায় সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুল্যাহ আল মামুন জাবেদের নেতৃত্বে বিশাল হোন্ডা বহর নিয়ে কর্মি সভায় যোগদান করেন এসময় উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইয়াছিন আরাফাত, কামরুল ইসলাম টুটুল, সৈকত সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি আজগরসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মি সমাবেশে একরামুল করিম চৌধুরীকে চতুর্থ বারের নোয়াখালী ৪ আসনে নৌকা প্রতিক দিয়ে চলমান উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন ছাত্র নেতারা।