সাকিব ছুড়েছিলেন ইট, বিসিবির পাটকেল ছোড়ার চেষ্টা?
বিপিএলের অব্যবস্থাপনার খতিয়ান টেনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এই সংস্থার কর্তাদের একরকম তুলোধুনোই করেছিলেন সাকিব আল হাসান। সাকিবের একসময়কার সতীর্থ মাশরাফিও তার কথায় সুর মিলিয়েছেন।
বিসিবির কর্তারা সাকিবদের এই সমালোচনা মোটেও ভালোভাবে নেননি। আবার সাকিবদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়ার পথে হাঁটেনটি। বরং তারা কৌশলে সাকিবের ছোড়া ইটের বদলে পাটকেল ছোড়ার চেষ্টা করছেন।
বিপিএলের গভর্নিং বডির চেয়ারম্যান শেখ সোহেল সাকিবের ‘সবকিছু একমাসেই বদলে দেওয়া সম্ভব’ এমন মন্তব্য প্রসঙ্গে বলেছেন, ‘আমি প্রথমে সাকিবকে স্বাগতম জানাই ও ধন্যবাদ। ও যদি বিপিএলের সিইও হয়ে আসতে চায়, যেটা ও আগ্রহ প্রকাশ করেছে, আমরা গভর্নিং বোর্ড থেকে তাকে আসার জন্য স্বাগতম জানাই। ও যদি চায়, সামনের বছর থেকেই সিইওর দায়িত্বটা পালন করুক।’
তবে সাকিবের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে না বিবিসি। সংস্থাটির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘এটা সঠিক সময় না। আমি কালকেও বলেছি, আমরা সুন্দর টুর্নামেন্টে এগিয়ে যাচ্ছি, আমরা আশা করব আপানারা সহযোগিতা করবেন। এখন এ বিষয়গুলো গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ সফলভাবে টুর্নামেন্ট শেষ করা। আরও আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে আপনাদের পরামর্শ চাই। এগুলোই আমাদের কাছে মূল্যবান এখন।’