সিরাজগঞ্জে আগুনে পুড়ে ৩ গরুর মৃত্যু, ৪ ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে গোয়াল ঘরে আগুন লেগে তিনটি গরুর মৃত্যু হয়েছে। এছাড়াও আগুনে গোয়াল ঘরসহ চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত ১২টার দিকে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ধলডোব গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্থ জাহাঙ্গীর আলম ও শাহ জামাল শেখ জানান, রাতে হঠাৎ করে প্রথমে গোয়াল ঘরে আগুন লাগে এবং আগুন দ্রুত খড়ের গাদায় লেগে আশপাশে ছড়িয়ে পড়ে। এতে গোয়াল ঘরে থাকা তিনটি গরু পুড়ে মারা যায় এবং চারটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান জানান, ঘটনাস্থলে পৌছার আগেই ঘরগুলো পুড়ে যায় এবং চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে গোয়ালঘরে আগুন লাগে এবং পরে আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য বসতঘর পুড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights