সীতাকুণ্ডে বাড়ির সামনে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর এলাকায় মীর আরমান হোসেন (৫০) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মীর আরমান হোসেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। তিনি জঙ্গল ছলিমপুর ৪ নম্বর সমাজের বাসিন্দা।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদশর্ক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিজ বাড়ির কাছাকাছি এলাকায় আরমানের মোবাইল ফোনে কারো কল আস। সেই কল রিসিভ করার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। খবর পেয়ে আত্মীয়-স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে তারা প্রাথমিক তথ্য পেয়েছেন।