সুজানগরে পুনর্বাসন কর্মসূচির আওতায় ছাগল ও নগদ অর্থ বিতরণ
পাবনার সুজানগর উপজেলায় ভিক্ষুকদের মধ্যে ছাগল ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমানের পরিচালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন, সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান ও পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা।
উপজেলা প্রশাসন জানায়, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রকৃত ভিক্ষুকদের মধ্যে হতে ১০ জনকে মোট ৪২টি ছাগল ও নগদ ৫০ হাজার টাকা বিতরণ করা হচ্ছে। ভিক্ষুকেরা নগদ অর্থ ও ছাগল পেয়ে আনন্দ প্রকাশ করে জানান, তাদের প্রতি এভাবে কেউ নজর দেবে, পাশে দাঁড়াবে; এটা তারা কখনও ভাবেননি। এমন উপহার পেয়ে তারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন বলেও জানান।