সুবর্ণচরে স্কাউট উৎসাহ উপকরণ বিতরণ অনুষ্ঠিত

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আওতায় বাংলাদেশ স্কাউটস কর্তৃক বাস্তবায়নাধীন প্রাথমিক বিদ্যালয় সমূহে কাব স্কাউটটিংসম্প্রসারণ (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ স্কাউট জাতীয় সদর দপ্তরের সরবরাহকৃত (১ম-২য়) পর্ডায়ে উৎসাহ উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৯ নভেম্বর (বৃহস্পতিবার) দক্ষিন চরজব্বর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে উক্ত উপকরণ বিতরণের আয়োজন করা হয়।

শিক্ষিকা রোজিনা আক্তারের সঞ্চালনায় ও সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবু জাহের,
স্কাউট আঞ্জলিক উপ কমিশনার মোজাম্মেল হোসেন, বাংলাদেশ স্কাউট নোয়াখালী শাখার সম্পাদক আহমেদ হোসেন ধনু।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতকে ডেলে সাজাতে কাজ করে যাচ্ছেন, বহু গুনে এগিয়ে গেছে শিক্ষা ব্যবস্থা সকল পর্যায়ে লেগেছে উন্নয়নের ছোঁয়া, স্কাউটকে আরো গতিশীল করতে প্রধান মন্ত্রী কাজ করে যাচ্ছেন।

পরে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে স্কাউট ব্যবহারিত নানা উপকরণ তুলে দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বাবু শিমুল চন্দ্র দাস, অলি উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আক্কাছ, পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিম ফারুকি, দক্ষিন চরজব্বর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights