“সেই ছেলেটি”

কবি- হাসিনা মরিয়ম

সেই ছেলেটিকে নিয়ে একটা কবিতা লিখতে হবে,
যার নাকের ডগায় বিন্দু বিন্দু ঘামের মতো                      
জমে থাকে রাগ-
হাজারো প্রশ্নের বান ছুড়ে মারে-     
             কোন কারন ছাড়াই-
কেউ তাকাবে না আমার দিকে-শুধু    
                 ওর দু’চোখ ছাড়া
কথা বলা যাবে না কারো সাথে-শুধু      
        সে কথার মালা গাথবে-
আর বলবে…
কাউকে ভালবাসবে না আমাকে ছাড়া-
সারাক্ষন শুধু আমাকে ভাববে-
আমাকে ভালবাসবে…    
   কি কথা তাদের সাথে?    
বলো ভালবাসো আমায়?
আমি ছাড়া তোমার জীবনে কেউ নেই-
যদি কোনদিন দূরে সরে যাও তবে যেনো    
   মরবো আমি নির্ঘাৎ…
তোমাকে ছাড়া এই পৃথিবী মরুময়-                     
যেখানে তুমি নেই-
সেখানে বেঁচে কি লাভ,
চলে যাব দূরে বহুদূর…
আমি শুধু অবাক হই-
ওর ছেলে মানুষী আমাকে নাড়া দেয়-
হাতছানি দিয়ে ডাকে,
হৃদয়ের ভিতর থেকে বলে উঠে কেউ-
কে সে..
.আমি বলি…
সেইতো আমার সব,
আমার কাল আমার পৃথিবী-
আমার বেঁচে থাকার প্রেরণা-
যাকে নিয়ে আমি স্বপ্নের নীড় রচনা করবো                      
ধূধূ বালুচরে…
ঝড়ে সে ঘর ভেঙ্গে যাবে জানি,
তবুও আমি নিরন্তর গড়ে যাব আমাদের নিবাস-
যেখানে সত্য সে-আমি…
আর আমাদের ভালবাসা…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights