সৌদি এতো বিদেশিকে ফাঁসি দিচ্ছে কেন?

অনলাইন ডেস্ক

চলতি বছর (২০২৪ সালে) সৌদি আরবে শতাধিক বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

২০২৪ সালে এখন পর্যন্ত সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের হার অনেক বেড়েছে। সর্বশেষ গতকাল শনিবারও সৌদির নাজরান অঞ্চলে মাদক চোরাচালানের অভিযোগে এক ইয়েমেনি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ নিয়ে ২০২৪ সালে মোট ১০১ জন বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করলো যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেশ।

এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ ও ২০২৩ সালের তুলনায় সৌদিতে বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর বেড়ে তিনগুণ হয়েছে। বার্লিনভিত্তিক ইউরোপীয়-সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) বলেছে, চলতি ১১ মাসে যে পরিমাণ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তাতে ইতোমধ্যেই অতীতের রেকর্ড ভেঙে গেছে।
সংগঠনটির পরিচালক তাহা আল-হাজ্জী বলেছেন, এক বছরে সৌদিতে এটাই সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যুদণ্ডের খবর। কারণ সৌদির ইতিহাসে এক বছরে কখনই এত বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights