স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় এক বৃদ্ধের ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রীকে খাবারের সঙ্গে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটানো হয়েছে। এতে স্কুলছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতে ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবৈধ উপায়ে গর্ভপাত ঘটানোর ফলে মৃত্যুর ঝুঁকিতে পড়েছে ওই স্কুলছাত্রী।
বিষয়টি নিশ্চিত করে মান্দা হাসপাতালের আবাসিক চিকিৎসক তাসনিম হোসেন আরিফ বলেন, স্কুলছাত্রীর শারীরিক বিভিন্ন দিক পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরই মধ্যে তার আলট্রাসনোগ্রাম করানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও সে শঙ্কামুক্ত নয়। অভিযুক্ত বৃদ্ধের নাম মোজাম্মেল হক (৬০)। পেশায় তিনি বাইসাইকেল মেকার ও ভিকটিমের প্রতিবেশি। ছোট ভাইকে হত্যা ও গুমের হুমকি দিয়ে অভিযুক্ত মোজাম্মেল হক বেশ কিছুদিন ধরে তাকে ধর্ষণ করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, ঘটনায় ভিকটিমের বাবা বুধবার রাতে অভিযুক্ত মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। আদালতের মাধ্যমে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হবে।
ভিকটিম ওই স্কুলছাত্রী জানায়, রমজান মাসের কিছুদিন আগে এক রাতে তার পড়ার ঘরে গোপনে প্রবেশ করেন প্রতিবেশি বৃদ্ধ মোজাম্মেল হক। এ সময় বাবা-মা অন্য ঘরে ছোট ভাইকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। বৃদ্ধ তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে ছোট ভাইকে হত্যা ও হুমের হুমকি দেয়। স্কুলছাত্রী আরও জানায়, এরপর একই হুমকি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে ওই বৃদ্ধ তাকে পাউরুটির সঙ্গে ওষুধ খাইয়ে দেয়। এতে বুধবার দুপুর থেকে তার পেটে ব্যথাসহ রক্তক্ষরণ শুরু হয়। এক পর্যায়ে টয়লেটে গিয়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। ভিকটিমের মা জানান, শব্দ শুনে টয়লেটে গিয়ে দেখেন তার মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এরপর বাড়িতে রেখেই সুস্থ করে তোলার চেষ্টা করা হয়। অবস্থার খারাপ হলে বুধবার রাতে ভর্তি করা হয় হাসপাতালে।