স্ত্রীকে আনা হলো না খোকনের, হত্যার চেষ্টা
আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি :
হৃদয় বিদারক ঘটনা টি ঘটেছে দিনাজপুর সদরের পল্লিতে মামুদপুর হাজীপাড়া ঘাগরার ধারে। ৫ বছরের
সংসার ঘরে ২ টি সন্তান রয়েছে একটি কন্যা সন্তান অপরটি পুত্র সন্তান স্বামী স্ত্রী উভয় মিলে সংসার
পরিচালনা করে আসছিলো তারা। এমতাবস্থায় রহমান ওরফে খেসারির কন্যা মোছা. রুবিনাকে তার মাতা
মোছা. আনজু প্রায়শই পরিবারের অনুমতি না নিয়েই নিয়ে যেত। সর্বশেষ তার জামাতা ও পরিবারের
অনুমতি না নিয়েই ৬ মাস আগে খোকনের স্ত্রীকে পিত্রালয়ে নিয়ে যায়। এর মধ্যে খোকনের স্ত্রীকে
ফেরত পাঠানোর জন্যে বারংবার অনুরোধ করা হলেও শ্বশুর বাড়ির লোকজন স্ত্রীকে তার স্বামীর কাছে ফেরত
পাঠায়নি। গত ২ জুন ২০২৩ রাত্রি আনুমানিক ৯ টায় খোকনের শ্বশুরালয় মামুদপুর হাজীপাড়া ঘাগরার ধারে
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি খাদেমুল এর স্ত্রী মোছা. কুন্দরি, মহসীনের স্ত্রী রাবেয়া,পুত্র সন্তান রনি, খোকনের
স্ত্রীকে শ্বশুরালয় থেকে আনতে গেলে জামাতা মো.খোকনকে শ্বশুর বাড়ির লোকেরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে
এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। দিনাজপুর সদর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা
শেষে নিজ বাড়িতে ফিরে আসে খোকন। স্ত্রী ও বাচ্চাদের ফেরত দেয়নি তারা, দিনাজপুর সদর কোতোয়ালি
থানাধীন মিস্ত্রি পাড়া (মাঝিপাড়া) আবেদ আলির পুত্র মো.খোকন এ প্রতিনিধিকে জানায়, যখন তার
স্ত্রীকে তার শাশুড়ি নিয়ে যায় বাড়িতে জমাকৃত (রক্ষিত) নগদ ১ লক্ষ টাকা ২ ভরি স্বর্ণের তৈরি অলংকার যার
মূল্য ১ লক্ষ ১৫ হাজার টাকা নিয়ে চলে যায়। এ ব্যাপারে গত ৪ জুন ২০২৩ দিনাজপুর কোতোয়ালি থানায়
রহমান ওরফে খেসারির পুত্র মো. আনিসুর, কন্যা মোছা. রুবিনা, শাশুড়ি মোছা. আনজুসহ অজ্ঞাতনামা
৩/৪ জনের নামে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ
তানভিরুল ইসলাম তানভির জানান, অভিযোগ পেয়েছি ঘটনার সত্যতা নিশ্চিত করে তদন্ত পূর্বক
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।