স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ষষ্ঠ দিনের মতো উত্তাল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
সিরাজগঞ্জ প্রতিনিধি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নির্মাণের দাবিতে টানা ৬ষ্ঠ দিনের মতো আন্দোলনে উত্তাল সিরাজগঞ্জের শাহজাদপুর। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-পাবনা মহাসড়কের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে। এ সময় প্রায় দুই-তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
এদিকে মহাসড়ক অবরুদ্ধ থাকায় পাবনা থেকে ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়াসহ সারাদেশের যান চলাচল ৩ ঘণ্টা বন্ধ ছিল। এতে যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়।
আন্দোলনরত শিক্ষার্থী নওশিন মাইসা, শান্তা খাতুন, আবু সাইদ, রায়হান উদ্দিন জানান, ২০১৬ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়টি অনুমোদন হয়। ২০১৭ সালে চার স্থানে চারটি ভবন ভাড়া করে একাডেমিক কার্যক্রম শুরু করা হয়। জমি থাকলেও ৮ বছর পার হলেও স্থায়ী ভবন নির্মাণ করা হয়নি। এতে ক্লাস রুম সংকট, লাইব্রেরী সংকট ও আবাসন সংকটে ভুগছে শিক্ষক-শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থী আয়েশা খাতুন জানান, ক্লাসরুম সংকটের কারণে দেখা যায় পরীক্ষা চলাকালে আমাদের সময়মতো ক্লাস হয় না। এ কারণে সেশন জট দেখা দিয়েছে।
শিক্ষার্থী সামিয়া আকতার জানান, আবাসন সংকট চরমে। বাইরে থাকার বাসা ভাড়া বেশি দিতে হচ্ছে। এছাড়াও সেফটি ছাড়া রাতে লাইব্রেরীতে পড়তে যেতে হয়। এতে বখাটেদের দ্বারা নানা রকম ইভটিজিং ও হয়রানির শিকার হতে হয়। ক্যাম্পাস থাকলে এসব সমস্যা হতো না। তাদের দাবি, সরকার বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। আগামী ২৮ জানুয়ারীর মধ্যে দাবি পূরণ না করা হলে উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ বন্ধ করে দেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সমন্বয়ক নজরুল ইসলাম ও সহকারী প্রক্টর নুসরাত জাহান ছাত্রদের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে বলেন, ক্যাম্পাস না থাকায় শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকরাও নানা সম্যসায় ভুগছেন। ক্লাস রুম, শিক্ষকদের বসার ব্যবস্থা ও জ্ঞান চর্চার স্থান না থাকায় শিক্ষার্থীদের ঠিকমত জ্ঞানদান করতে পারছে না। এছাড়াও খেলাধুলা ও ক্যান্টিন না থাকায় সবারই সমস্যা হচ্ছে।
দীর্ঘ ৮ বছরেও ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় দু:খ প্রকাশ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এস. এম. হাসান তালুকদার জানান, ‘এটি রবীন্দ্রনাথকে অপমান করা এবং শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি অবমাননা করা হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, সরকার হয় ক্যাম্পাস নির্মাণে দ্রুত ব্যবস্থা করবেন না হলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেবেন।’