‘স্বাস্থ্যবিধি মেনে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে হবে’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, কোভিড সংক্রমণ এখনও শেষ হয়ে যায়নি। চীন ও ভারতে করোনা সংক্রমণ বাড়ছে। কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিসহ সবাইকে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে হবে, যাতে করোনা আবার ছড়িয়ে না পড়ে।

সোমবার দুপুরে টঙ্গীর ইজতেমা ময়দানে আগামী ১৩ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমা-২০২৩ এর সার্বিক নিরাপত্তা নিয়ে সমন্বয় সভার বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খাঁন, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, তাবলীগ জামাতের যোবায়ের পন্থী প্রকৌশলী মেজবাহ উদ্দিন, মুফতি আমান উল্লাহ, মাহফুজ হান্নান, সাদ পন্থী ড. আবদুস সালাম, প্রকৌশলী মো. মহিবুল্লাহ, মাওলানা আবদুল্লাহ মনসুর প্রমুখ।

সভায় সরকারি-বেসরকারি জনস্বার্থ বিভাগসমূহের প্রতিনিধিরা অংশ নেন। গাজীপুর জেলা প্রশাসন, সেনা কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা, হাইওয়ে পুলিশ, গাজীপুর সিভিল সার্জন, গাজীপুর সিটি করপোরেশন, ডেসকো, তিতাস গ্যাস, ওয়াসা, বিআরটি, ফায়ার সার্ভিস, জনস্বাস্থ্য বিভাগসহ নানা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা-প্রতিনিধিরা সভায় উপস্থিত থেকে তাদের মতামত ও পরামর্শ উপস্থাপন করেন।

আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি প্রথম পর্ব এবং ২০, ২১ ও ২২ জানুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights