হবিগঞ্জে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

হবিগঞ্জ প্রতিনিধি

‘বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা চাই’ এই স্লোগান নিয়ে হবিগঞ্জে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অর্গানিজেশন ফর দ্যা রেকগনিশন অব বাংলা, এজ এন অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্য ইউনাইটেড নেশনস হবিগঞ্জ শাখা এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় প্রায় ২৫০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে।

শনিবার সকাল সাড়ে ১০টায় আরডি হল মিলনায়তনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।

সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রকৌশলী আব্দুল মুনিম চৌধুরী বুলবুল, সংগঠনের নর্থইস্ট রিজিয়ন ইউকে’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানা, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ও শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন সাঁকো, চিত্রশিল্পী মোজাম্মেল হক বাবুল, মীর কমর উদ্দিন এমরান ও আশীষ আচার্য।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী সিদ্ধার্থ বিশ্বাস, নাট্যকার সিদ্দিকী হারুন, সংগঠনের হবিগঞ্জ শাখার সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে পুরস্কার ছাড়াও সনদপত্র দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights