হলকক্ষে রাবি ছাত্রের আত্মহত্যার চেষ্টা

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলকক্ষে আত্মহত্যার চেষ্টা করেছেন এক শিক্ষার্থী। এ ঘটনায় আহত অবস্থায় তাকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলে এ ঘটনা ঘটে।

আত্মহত্যা চেষ্টাকারী ওই শিক্ষার্থীর নাম জয়দেব সাহা। তিনি হলের ৩৪১ নম্বর কক্ষের আবাসিক এবং পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশন শিক্ষার্থী। তার বাড়ি নোয়াখালী জেলায়।

আহত শিক্ষার্থীর কক্ষে থাকেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। তিনি বলেন, গত ৭ দিন যাবৎ জয়দেব অস্বাভাবিক আচরণ করছিলেন। এ অবস্থা দেখে তার বাড়িতে জানাই। ফলে আজ তার ছোট ভাই শিপ্র হলে আসেন। রাতে দুজন কক্ষে ছিলেন। আমি পাঠকক্ষে পড়ছিলাম। হঠাৎ জানতে পারি, তিনি নিজেই পেটে ছুরি মেরেছেন। কক্ষে গিয়ে তাকে আহত অবস্থায় পাওয়া যায়। ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চার নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
তিনি বলেন, জয়দেব সাহার বন্ধু কাজলার একটা ছাত্রাবাসে থাকেন। সেখানে গত ৭ দিন আগে গিয়েছিলেন। তারপর থেকেই তাকে এমন অস্বাভাবিক দেখা যায়। তবে সেখানে কী ঘটেছিল জিজ্ঞেস করলে তিনি কিছুই জানাননি।

খোঁজ নিয়ে জানা গেছে, আহত জয়দেব সাহাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ছুরির খত পেটের গভীর প্রবেশ না করায় তিনি কিছুটা শঙ্কামুক্ত।

এ ব্যাপারে শাহ মখ্দুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রুহুল আমিন বলেন, হল কক্ষে আহত অবস্থায় তাকে পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights