হাথুরুকে নিয়ে এবার মুখ খুললেন মিরাজ

অনলাইন ডেস্ক

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে টাইগারদের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন চন্ডিকা হাথুরুসিংহে। একটি সিরিজের মাঝপথে কেন হুট করে পদত্যাগ? বিসিবির সঙ্গে হাথুরুর সম্পর্কবনতির জন্য এই একটা কারণই যথেষ্ট ছিল। সেই হাথুরুই আবার হলেন বাংলাদেশের হেড কোচ। সাবেক লঙ্কান এই কোচের ফেরার খবরের দুইদিন পর বৃহস্পতিবার গণমাধ্যমে হাথুরুকে নিয়ে অতীতের স্মৃতিচারণ করেছেন মেহেদী হাসান মিরাজ।

হাথুরুর হাত ধরেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে মিরাজের অভিষেক হয় ২০১৬ সালে, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। সেসময় বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। নিজের অভিষেক টেস্টে ইংল্যান্ডকে বল হাতে একাই লণ্ডভণ্ড করে দিয়েছিলেন মিরাজ। তবে শুরুতেই ইংলিশদের উইকেট না ফেলতে পারাই হাথুরু মিরাজকে দিয়েছিলেন অনুপ্রেরণামূলক টোটকা।

মিরাজ বলেন, ‘যখন ইংল্যান্ডের বিপক্ষে ১০০ রানেও উইকেট পড়েনি, তখন আমরা একটু হতাশ ছিলাম। ভাবছিলাম জেতা ম্যাচ হেরে যাচ্ছি। আমি তখন ড্রেসিংরুমে ছিলাম হাথুরু আমাকে বলেছিল, তুমি চাইলে এই ম্যাচটি এখান থেকে জেতাতে পারো। মাত্র একটা উইকেট। সেটা গেলেই নতুন ব্যাটারদের জন্য ব্যাট করা কঠিন হবে।’
এছাড়া হাথুরুর ফেরা নিয়ে মিরাজ বলেন, ‘হাথুরু সবকিছু জানে এবং বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড়কে চেনে। পরিবেশ সম্পর্কে তার পরিষ্কার ধারণা রয়েছে। কোন জায়গায় উন্নতি করতে হবে কোন জায়গা নিয়ে কাজ করতে হবে সেটা জানে।’

হাথুরুই কি সবকিছু ঠিকমতো সামলে নিতে পারবেন? জবাবে মিরাজ বলেন, ‘কোনো একজন নতুন কোচ আসলে তার নতুন করে চিন্তা করতে হয়, কিন্তু ওর সেটা করতে হবে না। ও সবাইকে নিয়ে কাজ করেছে এর আগে, তাই ও জানে যে কাকে নিয়ে কিভাবে প্ল্যান করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights