হাবিপ্রবিতে একাডেমিক ভবন ও নবনির্মিত ছাত্রী হলের উদ্বোধন
দিনাজপুর প্রতিনিধি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একাডেমিক ভবন-৪ ও নবনির্মিত ছাত্রী হলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবন দুটি উদ্বোধনের ফলে হাবিপ্রবির ক্লাসরুম, অফিস রুম, ল্যাব সঙ্কট ও ছাত্রীদের আবাসন সঙ্কট অনেকটা কমে আসবে। মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী হাবিপ্রবির একাডেমিক ভবন-৪ ও নবনির্মিত ছাত্রী হলের উদ্বোধন করেন।
এ সময় ২৪টি মন্ত্রণালয়ের/বিভাগের ১৫৭ প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ থেকে যুক্ত হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, হল সুপার, বিভিন্ন শাখার পরিচালকসহ শিক্ষক, কর্মকর্তা, হাবিপ্রবি শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ, কর্মচারীসহ অন্যান্যরা।
পরবর্তীতে একাডেমিক ভবন-৪ ও নবনির্মিত ছাত্রী হলের উদ্বোধন উপলক্ষ্যে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর নেতৃত্বে একটি বর্ণিল আনন্দ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি ক্যাম্পাস ও এর সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে নবনির্মিত একাডেমিক ভবন-৪ সম্মুখে বেলুন উড্ডয়ন করেন ভাইস-চ্যান্সেলর।