হামলার কয়েকদিন আগে সাইফের বাড়ি পরিষ্কার করতে যান সেই যুবক

অনলাইন ডেস্ক

বলি তারকা সাইফ আলি খানের উপর হামলার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ এর আগেও সাইফের বাড়িতে এসেছিলেন। এমনকি করে গেছেন ঘর পরিচ্ছন্নতার কাজ। গৃহকর্মী হরির মাধ্যমে এই পরিচ্ছন্নতার কাজের ব্যবস্থা করা হয়েছিল। রবিবার ভোরে শেহজাদ নামে ৩০ বছর বয়সী ওই যুবককে আটকের পর এসব তথ্য জানা গেছে।

হামলাকারী সেই যুবক বিজয় দাস, মোহাম্মদ ইলিয়াস এবং বিজে— এই তিন নামে পরিচিত। তাকে রবিবার সকালে মুম্বাইয়ের ঠাণের হিরানন্দানি এস্টেট এলাকায় এক মেট্রো নির্মাণ সাইটের লেবার ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, নিরাপত্তারক্ষী ঘুমিয়ে থাকার সুযোগে অভিযুক্ত সাইফের বাড়ির ১১ তলায় উঠে যান এবং ফায়ার এক্সিটের ডাক্ট শ্যাফট দিয়ে অভিনেতার ফ্ল্যাটে প্রবেশ করেন। অভিনেতার ছেলেদের ঘরের কাছে সোজা চলে গিয়ে বাথরুমে লুকিয়ে ছিলেন তিনি।

মুম্বাই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শেহজাদ সাইফের বাড়িতে ডাকাতির উদ্দেশেই প্রথমে ঢুকেছিল। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পেশ করা হবে সোমবার।

তবে মুম্বাই পুলিশের দাবি, অভিযুক্ত আগেও সাইফের বাড়িতে এসেছিল বলে কোনও প্রমাণ এখনও মেলেনি। অভিযুক্তের কোনও অপরাধমূলক রেকর্ডও পাওয়া যায়নি।

১৬ জানুয়ারি সাইফের ওপর হামলার ঘটনার পরে সিসিটিভি ফুটেজে ধরা পড়া অভিযুক্তের ছবি মুম্বাই ও পার্শ্ববর্তী এলাকায় পোস্টার আকারে ছড়ানো হয়। তারপরেই পুলিশ ঠাণেতে অভিযুক্তকে খুঁজে বার করে গ্রেপ্তার করে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তের পিছনে কোনও বৃহৎ চক্র সক্রিয় রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights