হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগও হবে : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘তাদের টাকা কি শেষ হয়েছে, দেশ থেকে সবাই কি চলে গেছে, তারা বাড়ি ঘরতো রেখে গেছে, জায়গা জমিতো রেখে গেছে। গতকালের (বুধবার) চিত্রটাতো সবাই লাইভে দেখেছেন। এটা সেন্টিমেন্ট, এটা সেন্টিমেন্টের বহিঃপ্রকাশ।’

তিনি বলেন, ‘এদেশে ছাত্র জনতার আন্দোলন ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে সেন্টিম্যান্ট। আর সেটি (বুধবার) জাগ্রত হয়েছে। তারা যে অত্যাচার-নির্যাতন করেছে তার জন্য হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগও নিষিদ্ধ হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, ‘এই হাসিনা খুন করেছে, খুনের হুকুম দিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, লুটপাট করেছে। সেই হাসিনার বিচার কি তাহলে হবে না? না এই সুযোগ বাংলাদেশের মাটিতে বিএনপি দেবে না। একটা নির্বাচন যদি হয়, যদি বিচার হয়, অটোমেটিক আমাদের যে সেন্টিমেন্ট, সংসদে বসে জনগণের সমর্থন নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অফিসিয়ালি নিষিদ্ধ করা এটি আমাদেরও দাবি। এটা আমরা চাই। আমরা ছাত্রজনতার আন্দোলনে ছিলাম। জেল খেটেছি। সুতরাং সবাই মিলে আমাদের নেক্সট টার্গেট এই প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য আমাদের একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে। এই ওয়াদা ও টার্গেট নিয়ে আমরা মাঠে নেমেছি।’

লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমি পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ. দা.) মোহাম্মদ দিদার হোসেন ও লক্ষ্মীপুর বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights