হৃত্বিকের সাথে প্রেমিকা সাবার ছবি, যা বললেন সাবেক স্ত্রী সুজান

অনলাইন ডেস্ক

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে ঘুরতে গেছেন হলিউড সুুপারস্টার হৃত্বিক রোশান ও তার প্রেমিকা সাবা আজাদ। আর সেই ভ্রমণের এক মুহূর্তের ছবিই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সাবা।

ছবির ক্যাপশনে সাবা লিখেছেন, ‘বুয়েন্স আয়ার্স কী সুন্দর।’ সেই ছবিতেই কমেন্ট করেছেন হৃত্বিকের সাবেক স্ত্রী সুজান খান। তিনি লিখেছেন, ‘সুন্দর ছবি।’

২০০০ সালে হৃত্বিকের সাথে গাটছড়া বেঁধেছিলেন সুজান। সেই বিয়ে ভাঙে ২০১৪ সালে। তবে হৃত্বিকের সাথে ছেলে হৃহান ও হৃধানের সূত্রে সৌজন্যপূর্ণ সম্পর্ক রেখে চলেছেন সুজান।
বর্তমানে আরসালান গনির সাথে প্রেম করছেন সুজান।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights