১১দফা দাবি ও শৃঙ্খলা ফেরাতে দরখাস্ত পরিবহণ শ্রমিক ইউনিয়নের

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ ১১দফা দাবি ও শৃঙ্খলা ফেরাতে উপ-পরিচালক রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন আ লিক শ্রম দপ্তর পাহাড়পুর দিনাজপুর বরাবর দিনাজপুর জেলা বেবি ট্যাক্সি, অটো টে¤পু, অটোরিক্সা, মিশুক, ও ট্যাক্সি কার পরিবহণ শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ – ১৮৫২ দরখাস্ত করেছেন।

শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দাবিসমূহ, (১) শ্রমিক ইউনিয়নের সকল দায়িত্ব বুঝিয়ে দিতে হবে (২) দিনাজপুর জেলায় যে সকল স্ট্যান্ডে অটোরিক্সা চলাচল করে সেই সকল স্থানে চেইন মাস্টারের দায়িত্ব, শ্রমিক ইউনিয়নের অধীনে দিতে হবে (৩) শ্রমিকের স্ট্যান্ড পরিবর্তন করে গাড়ি চলাচল এবং চালকের ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করতে হবে (৪) যাত্রী ছাউনিসহ অভ্যন্তরীণ সমস্যা সমাধান করতে হবে (৫) বাংলাদেশ শ্রম আইন এর ধারা ৫মতে প্রত্যেক শ্রমিকের ছবিসহ পরিচয় পত্র বহন করতে হবে (৬) শ্রমিক ইউনিয়নের আওতাধীন সকল ড্রাইভার সুপার ভাইজার এর নিজ নিজ পরিচয়পত্র ২৪ঘন্টা হাতের নাগালে রাখতে হবে (৭) শ্রমিক ইউনিয়নের যে কোন শ্রমিক অপরাধ করলে প্রধান কার্যালয়ে লিখিতভাবে জানাতে হবে (৮) বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দিনাজপুর জেলার রেজিস্টার অব ট্রেড ইউনিয়নকে প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করতে হবে, (৯) দলবাজ, ধান্দাবাজ, অবৈধ মালিক সমিতির নামে সর্ব প্রকার চাঁদাবাজি মুক্ত, গণতান্ত্রিক ও শক্তিশালী সংগঠন গড়ে তুলে শ্রমিক ন্যায্য অধিকার আদায় করতে হবে (১০) দিনাজপুর জেলার সিএনজি চালিত অটোরিক্সা পরিবহণ শ্রমিক ইউনিয়ন নগর বাস টার্মিনাল জেলা উপজেলায় গুরুত্বপূর্ণ স্থানে চলাচল করার সুযোগ করে দিতে হবে (১১) দিনাজপুর জেলার অটোরিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে পরিবেশ, পরিস্থিতি ও অর্থনৈতিক বিষয়ে সহযোগিতা করতে সকলকে এগিয়ে আস্তে হবে।

দিনাজপুর অটো টে¤পু, অটোরিক্সা পরিবহণ শ্রমিক ফেডারেশন রেজি নং-বি-২১৮১ এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির কার্যকর সদস্য এবং দিনাজপুর জেলা শ্রমিক ইউনিয়ন রেজি নং-রাজ-১৮৫২ এর সভাপতি আল-আমিন জানান, দিনাজপুর জেলা বেবি ট্যাক্সি, অটো টে¤পু, অটোরিক্সা, মিশুক, ও ট্যাক্সি কার, প্রধান কার্যালয় বিরামপুর দিনাজপুর, গঠনতন্ত্রের ধারা (১) মোতাবেক দিনাজপুর জেলার বিভিন্ন সড়কে চলাচলকারী ড্রাইভার সুপার ভাইজার সমন্বয় গঠিত একটি ট্রেড ইউনিয়ন সংগঠন এর আওতাধীন সকল ড্রাইভার সুপার ভাইজারের জন্য একটি শ্রম আইন বিরাজমান, যেমন বাংলাদেশ শ্রম আইন এর ধারা (৫) মতে এই সংগঠনের আওতাধীন ড্রাইভার, সুপার ভাইজার কাজে নিয়োজিত প্রত্যেকের ছবিসহ পরিচয়পত্র বাধ্যতামূলক বিষ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে অনুষ্ঠিত শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ে স¤পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বাংলাদেশ শ্রম আইন (২০০৬) এর (৫) ধারা বিধানমতে এই সংগঠনের আওতাধীন সকল শ্রমিকের ছবিসহ পরিচয়পত্র প্রদান নিশ্চিত কারণে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে ব্যানার ঝুলিয়ে চেক পোস্টের মাধ্যমে সকল সিএনজি চালিত অটোরিক্সা, মিশুক চালকদের পরিচয়পত্র করার জন্য আহ্বান করা হয়েছে। মূলত শৃঙ্খলা ফেরাতে এবং ১১দফা দাবি আদায়ের লক্ষ্যে এই দরখাস্ত প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights