১৪৯ রানেই গুটিয়ে গেল টাইগাররা
অনলাইন ডেস্ক
চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে প্রতিপক্ষ ভারতকে সুযোগ পেয়েও অল্পতে আটকাতে পারেনি বাংলাদেশ। অশ্বিন ও জাদেজার রেকর্ড জুটিতে ৩৭৬ রানে থামে ভারতের ইনিংস। ফলে ফলো অন এড়াতে হলে বাংলাদেশকে নিজেদের প্রথম ইনিংসে অন্তত ১৭৭ রান করতে হতো। কিন্তু সেটাও করতে পারেনি বাংলাদেশ। ১৪৯ রানেই অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তবে বাংলাদেশকে ফলো অন না করানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।