৪০ অভিবাসন প্রত্যাশী নিয়ে ইতালি উপকূলে নৌকা নিখোঁজ

অনলাইন ডেস্ক

প্রায় ৪০ জন অভিবাসন প্রত্যাশী নিয়ে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের উপকূলে একটি নৌকা নিখোঁজ হয়েছে। নৌকাটির অনুসন্ধান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। রবিবার স্থানীয় সংবাদমাধ্যম এসব তথ্য জানিয়েছে।

অ্যালার্ম ফোন নামের একটি সংস্থা প্রথমে বিষয়টি অবহিত করে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপীয় ইউনিয়নে অভিবাসীদের চেষ্টায় থাকা ব্যক্তিদের সাহায্য করে এ স্বাধীন গোষ্ঠী।

শনিবার তারা জানায়, আগের দিন পর্যন্ত নৌকাটির সঙ্গে যোগাযোগ থাকলেও পরে তা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা শুরু হয় বলে জানায় স্থানীয় রাই নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ’র সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের উড়োজাহাজের মাধ্যমে ১৭ ঘণ্টা অনুসন্ধান চালানো হয়েছে। কিন্তু তাদের তিনটি মিশনই বিফল হয়। অভিবাসীবাহী ওই নৌকা বা ধ্বংসের কোনও চিহ্ন পাওয়া যায়নি।

অ্যালার্ম ফোন কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখে, “তারা কোথায়? গতকাল সকালে বিপদে পড়া একটি নৌকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, ওই নৌকায় ৩৬ থেকে ৪৫ জন লোক ল্যাম্পেডুসার দিকে যাচ্ছিল।” সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights