মেহজাবীনের সমুদ্র দেখার বাসনা ও তারপরের গল্প

অনলাইন ডেস্ক

সমুদ্র দেখার বাসনা, শুধু এই বাসনার ওপর সুখ-দুঃখের গল্প বয়ে গেছে। ছোটপর্দায় জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীনের নতুন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’ আসছে। শিহাব শাহীন পরিচালিত এই ওয়েব ফিল্মটি ১৬ নভেম্বর মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

বৃহস্পতিবার নীল জলের কাব্যের ট্রেলার প্রকাশ হয়েছে। এতে দেখা গেছে মেহজাবীনের নীল জল ছোঁইয়ার আকুতি। নানাজনের কাছে কক্সবাজারের গল্প শোনে, গল্পের বুনন হয় কিন্তু যাওয়া হয়ে ওঠে না নিম্ন মধ্যবিত্ত ঘরের গৃহবধূ মেহজাবীনের। গভীর নীল জলরাশির মতো গল্পের গভীরতা নিয়ে আসছে ‘নীল জলের কাব্য।’

পরিচালক শিহাব শাহীন বলেন, একজন মেয়ের সমুদ্র দেখার ফ্যাসিনেশন নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। যখন এটির প্রথম শুটিং শুরু করেছি তখন ওটিটি এত জনপ্রিয় হয়ে ওঠেনি। এরপর কোভিডের কারণে চারবার শুটিং বাতিল করতে হয়। পরে আইস্ক্রিনের উদ্যোগে এটি নির্মাণ সম্পন্ন করতে পেরেছি।
আগামী ১৬ নভেম্বর সাবস্ক্রিপশনের মাধ্যমে নিশো-মেহজাবীনের এই ওয়েব ফিল্মটি দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights