ফুলবাড়ীর বালারহাট মন্দিরে ছাদ ঢালাইয়ের উদ্বোধন
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২২.১১.২০২৩
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট সার্বজনীন দুর্গা মন্দিরের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর ২০২৩) সকাল এগারোটায় ঢালাই কাজ উদ্বোধন করা হয়। প্রায় ছয় লক্ষ টাকা ব্যয়ে মন্দির ভবন নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য।
উদ্বোধনকালে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, ফুলবাড়ী উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায় বক্তব্য রাখেন।
এসময় আন্তঃ উপজেলা মহানামযজ্ঞের সভাপতি সুশীল চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাওডাঙ্গা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রতন চন্দ্র রায়, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হারুন অর রশিদ, ইউপি সদস্য শফিকুল ইসলাম সাবু, বালারহাট সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি বিশ্বনাথ পাল, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুবলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম হিমু, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক মিয়া বাবু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।