বার্সেলোনায় বাংলা স্কুলের বিজয় দিবস উদযাপন

স্পেন প্রতিনিধি
স্পেনের বার্সেলোনায় বাংলা স্কুলের উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) স্থানীয় এস্কুয়েলা দে রবেনদারিয়ার একটি হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

বার্সেলোনা বাংলা স্কুল পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্র বেরনাউস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা স্কুলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমদ। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহেদুল সুহেদ, অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি আলা উদ্দিন হক নেছা, শাহজালাল জামে মসজিদের সহ সভাপতি আব্দুল বাছিত কয়ছর, বাংলা স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি আওয়াল ইসলাম, বাংলা স্কুলের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, শফিকুর রহমান, শফিকুল ইসলাম, বার্সেলোনা বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজী, স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি সাজিদ রহমান, আব্দুল ওহাব, মান্না প্রমূখ।
অনুষ্ঠানে বাংলা স্কুলের শিক্ষিকা মাসুদা পারভিন, শাহানা ইয়াসমিন, শাবরিন জাহান পুতুলের তত্ত্বাবধানে স্কুলের শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন স্পেন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন ও সদস্য সালাহ উদ্দিন। পরে বিজয়ীদের হাতে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights