স্বতন্ত্র প্রার্থী খন্দকার আর আমিনের দ্বৈত নাগরিকত্ব নিয়ে তদন্তের নির্দেশ

অনলাইন প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তথা বিদেশি নাগরিকত্বের তথ্য গোপন করে নোয়াখালী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন খন্দকার আর আমিন। এমনটাই অভিযোগ করে গত ১৯ ডিসেম্বর হাইকোর্টে রিট পিটিশন (নং-১৬৬৯২/২০২৩) দায়ের করেছেন শফিকুর রহমান নামের এক ব্যক্তি। ওই পিটিশনে বর্ণিত স্বতন্ত্র প্রার্থী খন্দকার আর আমিনের দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগ তদন্ত করে আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে হাইকোর্টে দাখিলের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

সেই রিট পিটিশনের নির্দেশনা অনুসারে তদন্ত কার্যক্রম সম্পাদনের জন্য ২৩ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে অভিযোগকারী শফিকুর রহমান এবং অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী খন্দকার আর আমিনকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights