কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন।
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা। এর আগে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে এসে শেষ হয়।
এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। দিনটি আমাদের জন্য দুই দিক থেকে আনন্দের। একটি হচ্ছে এই দিনে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশের মাটিতে ফিরে আসেন। অপরটি হলো ৫২ বছর পরে আমরা এই দিনে দ্বাদশ পার্লামেন্ট সদস্যদেও শপথের আনন্দের দিনে আছি।
তিনি আরও জানান, গত ৭ জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের মানুষ আবারও রায় দিয়েছে গণতন্ত্রের পক্ষে, উন্নয়নের পক্ষে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনার পক্ষে। দুই দিক থেকেই দিনটি আমাদের জন্য বিজয়ের ও আনন্দের।