‘তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে সরকার আন্তরিক’

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার প্রসারে আওয়ামী লীগ সরকার নিরলস কাজ করে যাচ্ছে। পাশাপাশি আধুনিক ধ্যান-ধারণা ও তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে সরকার আন্তরিক। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রয়োজন স্মার্ট প্রজন্ম।

শনিবার বেলা ১টায় বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নে রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার প্রাথমিক থেকে মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছে। প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণসহ শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক ভূমিকা রাখছে। সরকার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ হিসেবে দেশকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।’
রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ফয়সল আহমদের সভাপতিত্বে ও শিক্ষক মাসুক মিয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ একেএম সিফত আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights