সিরাজগঞ্জে পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে শাহাদত হোসেন নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে ঢাকা জেলার সাভার মডেল থানার কর্ণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহাদত হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মধুপুর গ্রামের মৃত কাইয়ুম মোল্লার ছেলে। সোমবার সকালে র‌্যাব-১২ নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব-১২র স্কোয়াড্রন লিডার মোহাম্মাদ ইলিয়াস খান এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেছেন, গত ৪ আগস্ট ভোমরা স্থলবন্দর থেকে পাথর নিয়ে ট্রাক চালক জয়নাল হোসেন (৪০) ও হেলপার রুবেল (২৮) গাজীপুরের শ্রীপুরের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে পুলিশ ৬ আগস্ট ট্রাকটি ঢাকা জেলার ধামরাই থানার শ্রীরামপুর থেকে উদ্ধার করা হয় এবং ৭ আগস্ট মানিকগঞ্জ জেলার ঘিওর এলাকার থেকে চালক এবং হেলপারের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাক চালকের ছোট ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে মানিকগঞ্জ ঘিওর থানায় অজ্ঞাতনামা আসামী দিয়ে হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ আসামী শাহাদত হোসেনকে শনাক্ত করলেও সে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় আদালত গত ৯ অক্টোবর দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডাদেশ এবং ৩০ হাজার টাকা জরিমানা করে রায় প্রদান করেন। এ ঘটনায় র‌্যাব- আসামীকে আটক করতে তৎপর হয়ে ওঠে। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে রবিবার রাতে সাভার থানার কর্ণপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহাদতকে গ্রেফতার করে। গ্রেফতার শাহাদতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights