জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ
জুনায়েদ মাসুদ, জবি প্রতিনিধি;
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ।
গত ১ মার্চ সোমবার বিশ্ববিদ্যালয়েরভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তিনি এই পদে নিযুক্ত হন।
আজ ২ মার্চ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সরকার আলী আক্কাস ব্যক্তিগত কারণে বিভাগের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা নেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪ (২) ধারা অনুযায়ী বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহকে পরবর্তী তিন বছরের জন্য আইন বিভাগের চেয়ারম্যান নিযুক্ত করা হলো।
এতে আরও বলা হয়, তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এই আদেশ ১ এপ্রিল পূর্বাহ্ন থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ ২০২২ সালের ১৬ জুন থেকে আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।