বগুড়ায় তৃতীয় ধাপের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় তৃতীয় ধাপের নির্বাচনে বগুড়া সদর, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা সিনিয়র নির্বাচন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোকাদ্দেস আলী, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন প্রমুখ।
তৃতীয় ধাপের নির্বাচনে বগুড়া সদর উপজেলায় ৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন পেয়েছে আনারস প্রতীক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক ঘোড়া প্রতীক ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি মোটরসাইকেল প্রতীক। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডালিয়া খাতুন রিক্তা কলস প্রতীক ও তহমিনা আকতার ফুটবল প্রতীক।
শাজাহানপুর উপজেলায় চেয়ারম্যান পদে চারজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু মোটরসাইকেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহিন আনারস প্রতীক, ভিপি এম সুলতান ঘোড়া প্রতীক ও সাদ্দাম হোসেন মোল্লা দোয়াত-কলম প্রতীক পেয়েছে। ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ফিরোজ আহম্মেদ মোটরসাইকেল প্রতীক ও মোস্তাফিজার রহমান আনারস প্রতীক পেয়েছে। এ উপজেলায় ৪ জন চেয়ারম্যান প্রার্থী হলেও দুইজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে। ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ জানান, আগামী ২৯ মে বগুড়া সদর, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন উপজেলায় মোট বৈধ প্রার্থী ৪৯ জন। এর মধ্যে দুই প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় ৪৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।