আলমডাঙ্গায় মঞ্জিলুর রহমান চেয়ারম্যান নির্বাচিত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কেএম মঞ্জিলুর রহমান (মোটরসাইকেল) ৪০ হাজার ২৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জিল্লুর রহমান (ঘোড়া) পেয়েছেন ২৬ হাজার ২৮৭ ভোট। মঙ্গলবার রাতে সহকারী প্রিজাইডিং অফিসার ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস এ ফল ঘোষণা করেন।
এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মো. মাসুম বিল্লাহ (মাইক) ১৭ হাজার ৩৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ হাসিব খান পেয়েছেন ১৫ হাজার ৮৬০ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিরা খাতুন (কলস) ২৭ হাজার ৭৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মারজাহান নিতু পেয়েছেন ২৪ হাজার ৭৩০ ভোট।