রাতে ঢাকায় ফিরছেন হাথুরুসিংহে

অনলাইন ডেস্ক
ভারত সিরিজকে সামনে রেখে আজ শনিবার রাতে দেশে ফিরছেন টাইগারদের হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে।

রাত সাড়ে ১০টায় হযরত শাহাজালাল আন্তজার্তিক বিমানবন্দরে পা রাখার কথা তার। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর দলের সঙ্গে দেশে ফিরেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে।
এরপর দিনই অবশ্য ঢাকা ছেড়ে যান টাইগারদের হেডকোচ। পরিবারের কাছে অস্ট্রেলিয়াতে ফিরে গিয়েছিলেন তিনি।

এদিকে, বিদেশি বাকি কোচরাও ইতমধ্যে ঢাকায় অবস্থান করছেন। আগামীকাল দুপুরে ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

পাকিস্তান সিরিজের পর থেকেই বাংলাদেশের কোচের পদে চন্ডিকা হাথুরুসিংহের থাকা বা না থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। অনেকেই বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে তার আগের দ্বন্দ্বের কথা তুলেছিলেন। কিন্তু সেসব পেরিয়ে হাথুরুই কোচ থাকবেন তা নিশ্চিত করেছিলেন বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights