লেবাননে সংঘাতপূর্ণ এলাকায় স্কুল বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক

লেবাননে সংঘাতপূর্ণ এলাকায় স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির শিক্ষা ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের মিডিয়া অফিস ঘোষণা করেছে, সম্প্রতি যুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকায় সব শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে আল জাজিরা সোমবার (২৩ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে।

এনএনএ আরও বলেছে, শিক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট জেলাগুলোকে বন্ধের বিষয়ে জানাতে নির্দেশ দেয়া হয়েছে। এর আগে, লেবানিজ ইউনিভার্সিটির দক্ষিণের শহর সিডন, নাবাতিহ এবং টায়ারে থাকা শাখাগুলো বন্ধের ঘোষণা দিয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি লেবাননের বৈরুতের শহরতলিতে ওয়াকি-টকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি এই হামলায় হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কমান্ডারসহ ৩৭ জন নিহত হন।

প্রতিশোধ নিতে রবিবার (২২ সেপ্টেম্বর) ইসরায়েলের উত্তরাঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছোঁড়ে লেবাবনের সশস্ত্র গোষ্ঠীটি।

হিজবুল্লাহর মুহুর্মুহু এই রকেট হামলায় ইসরায়েলের রামাত ডেভিড ঘাঁটিসহ আশেপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights