তারাকান্দায় যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে রবিবার উপজেলা সদরের দক্ষিণ বাজারে বড় ব্রিজ সংলগ্ন স্থানে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা দিনব্যাপী রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মো. আল আমিন, মো. সুমন বাকী, তারাকান্দা উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল মিয়া, উপজেলা ছাত্রদল নেতা কামরুল হুদা দিদার, ফুলপুর পৌর বিএনপি নেতা মোবারক শিকদার ও তারাকান্দা যুবদল নেতা মো. রাকিব প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন ডা. তন্ময় আহমেদ, ডা. শারমীন সিদ্দিকী, ডা. তামান্না ফেরদৌস ও ডা. কাউসার আহমেদ।