কোচের সঙ্গে বিতণ্ডা, মার্সেলোর চুক্তি বাতিল

অনলাইন ডেস্ক

ব্রাজিলের সিরি আ ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে চুক্তি বাতিল হলো ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার মার্সেলোর। কোচ মানো মেনেজেসের সঙ্গে তর্ক-বিতর্কের ঘটনায় পারস্পরিক সমঝোতার ভিত্তিতে শনিবার (২ নভেম্বর) চুক্তি বাতিলের ঘোষণা দেয় ক্লাবটি। চুক্তি বাতিলের পর মার্সেলো এখন ফ্রি এজেন্ট।

যদিও কী কারণে চুক্তি বাতিল হয়েছে, সেটা আনুষ্ঠানিকভাবে ক্লাবটি জানায়নি। তবে কোচের সঙ্গে মার্সেলোর উত্তপ্ত বিতর্কের ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১ নভেম্বর) রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে গ্রেমিওর বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা গেছে, নির্ধারিত সময়ের শেষ দিকে বদলি হিসেবে নামার জন্য সাইডলাইনে এসে দাঁড়িয়েছেন মার্সেলো। তখন কাঁধে হাত রেখে তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন ফ্লুমিনেন্স কোচ মানো মেনেজেস। মাঠে নামার আগমুহূর্তে মেনেজেসকে উদ্দেশ করে কিছু একটা বলতে দেখা যায় মার্সেলোকে। সে কথা শুনেই ক্ষেপে যান মেনেজেস। তখন মার্সেলোর উদ্দেশ্যে কিছু বলতে দেখা যায় কোচকে। একপর্যায়ে মার্সেলোকে হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেন মেনেজেস এবং অন্য একজন খেলোয়াড়কে (জন কেনেডি) ইশারা করে ডাক দেন। এরপর মার্সেলো গিয়ে বেঞ্চে বসে পড়েন। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই পরবর্তী সময় দুই পক্ষের চুক্তি বাতিলের খবর সামনে আসে।
সেই ঘটনা নিয়ে ম্যাচ শেষে মেনেজেস বলেন, ‘আমি সে সময় মার্সেলোকে নামাতে যাচ্ছিলাম। তবে আমি এমন কিছু শুনেছি, যা আমার পছন্দ হয়নি। ফলে আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights