শীতের আমেজে কুয়াকাটায় বাড়ছে পর্যটকের সংখ্যা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে চির সবুজ প্রাকৃতিক দৃশ্য। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইন পাড়া, লাল কাকড়ার অবাধ বিচরণে সৈকতে ফুটে ওঠা আল্পনা। পাখির কলোকাকলী। সারি সারি ঝিনুক। এছাড়া ভ্রমণপিপাসুদের কাছে সবচেয়ে আকর্ষণ সূর্যাস্ত ও সূর্যোদয়ের দৃশ্য।
সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও সাগরের ছোট বড় ঢেউয়ের মোহনীয় গর্জন মুগ্ধ করে সবাইকে। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটকের আগমন কমে যায়। হুমকির মুখে পরেছিলো পর্যটন শিল্প। তবে বেশ কয়েক দিন ধরে হালকা শীতের আমেজ বইতে শুরু করেছে। আর একই সাথে বাড়ছে পর্যটক। পর্যটকদের উপস্থিতিতে স্বস্তি ফিরে পেয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।
পর্যটন সংশ্লিষ্টরা জানান, শুক্রবার ছুটির দিন, তাই সকাল থেকেই কুয়াকাটায় পর্যটকদের সংখ্যা বাড়তে শুরু করেছে। এসব পর্যটকরা সৈকতে বালিয়াড়িতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। কেউ সমুদ্রে সাঁতার কাটা, ওয়াটার বাইকে ঘুরে বেড়ানো, ঢেউয়ের সাথে গাঁ ভাসিয়ে দিয়ে সৈকতে গড়াগড়ি খাচ্ছেন। কেউ কেউ প্রিয়জনকে নিয়ে ছবি তুলছেন। কেউ আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটকদের আগমনে ব্যস্ততা বেড়ে গেছে রেস্তোরাঁসহ পর্যটন-নির্ভর সকল ব্যবসা প্রতিষ্ঠানে।
ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন পর্যটক সালেহীন আহম্মদ। তার বন্ধুদের সঙ্গে কুয়াকাটায় আসেন। তিনি জানান, এখানের পরিবেশটা বেশ দারুণ লাগছে। তাই সবাই মিলে সমুদ্রে সাঁতার কেটেছি। এ এক দারুন অনুভূতি। এটা বলে বোঝানো যাবে না।
পর্যটক রেজাউল করিম বলেন, অল্প সময়ে মধ্যে কুয়াকাটায় এসে পৌঁছেছি। এখানকার পর্যটন স্পটগুলো ঘুরে দেখলাম। তবে সৈকতটির পরিবেশ আরও সুন্দর হওয়া দরকার বলে তিনি জানান। পর্যটক সায়েম-রুপা দম্পতি বলেন, বেঞ্চিতে বসে সমুদ্রের মোহনীয় গর্জন উপভোগ করেছি। কুয়াকাটা প্রকৃতি এবং প্রকৃতির সৌন্দর্য বেশ ভালো লেগেছে। বাচ্চারা বেশ দারুণভাবে উপভোগ করছে।
কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন কুটুম’র সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে কুয়াকাটায় পর্যটকের সংখ্য কমে গিয়েছিলো। বিশষে করে এখন পর্যটন মৌসুম শুরু হয়েছে। দীর্ঘদিন পর এতো বেশি পর্যটক দেখে ব্যবসায়ীরাও অনেকটা উচ্ছ্বসিত। এভাবে প্রতিনিয়ত পর্যটক থাকলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পেছনের লোকসান কাটিয়ে উঠতে পারবো বলে জানিয়েছেন তিনি।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, আগত পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তায় প্রস্তুত রয়েছে ট্যুরিস্ট পুলিশ। দর্শনীয় স্থানগুলোতে রাত দিন কাজ করছে আমাদের একাধিক টিম।