শ্রীলঙ্কা সিরিজে বাভুমাকে পাচ্ছে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক

চোটের কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে যাওয়া টেম্বা বাভুমাকে শ্রীলঙ্কা সিরিজে পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়কের সঙ্গে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ফিরেছেন দুই পেসার মার্কো ইয়ানসেন ও জেরল্ড কুটসিয়া।

দুই ম‍্যাচের টেস্ট সিরিজটির জন্য মঙ্গলবার (১৯ নভেম্বর) ১৪ জনের দল দিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামী ২৭ নভেম্বর ডারবানে শুরু দুই দলের প্রথম টেস্ট। দক্ষিণ আফ্রিকা সবশেষ টেস্ট সিরিজ খেলে বাংলাদেশে, গত অক্টোবরে। শুরুতে ওই সিরিজের দলে ছিলেন বাভুমা। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ কনুইয়ে চোট পেয়ে বাংলাদেশ সফর থেকে ছিটকে যান তিনি।

চোট থেকে সেরে ওঠায় বাভুমা রেখেই শ্রীলঙ্কা সিরিজের দল সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫৯ টেস্ট খেলে ২ সেঞ্চুরিতে ৩ হাজার ১০২ রান করেছেন তিনি ৩৫.২৫ গড়ে। দীর্ঘ ১১ মাস পর টেস্ট দলে ফিরেছেন ইয়ানসেন ও কুটসিয়া। ক্যারিয়ারের ১৩ টেস্টের সবশেষটি ইয়ানসেন খেলেছেন গত জানুয়ারিতে, ভারতের বিপক্ষে। ঘরের মাঠের ওই সিরিজেই নিজের তৃতীয় ও সবশেষ টেস্ট ম্যাচ খেলেছেন কুটসিয়া। দুই জনেই চলতি মাসে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন।

বাংলাদেশকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করা দল থেকে ডেন পিটকে বাদ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। কেশাভ মহারাজের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন সেনুরান মুথুসামি। বাংলাদেশে দুই টেস্টে ১৩ উইকেট নেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার মহারাজ। ওই সফরে এক টেস্ট খেলে আরেক বাঁহাতি স্পিনার মুথুসামির শিকার ৫ উইকেট। ইয়ানসেন ও কুটসিয়ার সঙ্গে পেস বোলিং বিভাগে আছেন কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন ও ভিয়ান মুল্ডার।

প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকার সামনে। ঘরের মাঠে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে চার টেস্টের সবগুলো জিততে হবে তাদের। তিনটিতে জিতলেও থাকবে সম্ভাবনা, তবে পক্ষে আসতে হবে অন্য দলের ফলাফল।

শ্রীলঙ্কা সিরিজের দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, জেরল্ড কুটসিয়া, টোনি ডি জোর্জি, মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights