দলাল নির্মূলে ঢামেক হাসপাতালে যৌথবাহিনীর অভিযান, আটক ২২
ঢামেক প্রতিনিধি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ও প্রতারকদের নির্মূলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় ২২ জনকে আটক করা হয়।
সোমবার সকাল থেকে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
ম্যাজিস্ট্রেট আফরিন জাহান জানান, আটক কৃতদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে ৩ দিন থেকে ৩ মাস পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। বাকি ৯ জনকে এক হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
দালাল নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।