উলিপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে ধামশ্রেণি ইউনিয়নের খেয়াঘাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম সিদ্দিকুর রহমান লালন ও তিনি ধামশ্রেণি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা লালন ইউনিয়নের ভদ্রপাড়া এলাকার নয় নম্বর ওয়াডের ইউপি সদস্য নুরুল হকের ছেলে বলে জানা যায়।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এ ঘটনার পর গত ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত কওে জানান,শুক্রবার দুপুওে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।