চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের সহ-অধিনায়ক মিরাজ

অনলাইন ডেস্ক
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ‘হাইব্রিড’ মডেলের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির। এই আসরের জন্য ইতোমধ্যেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে দলগুলো। অনেকেই শুরু করেছে অনুশীলনও। গত কয়েক দিন মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ দল।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা। সেখানে আগামী ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। এর আগে ঘোষণা করা হয়েছে সহ-অধিনায়কের নাম।

নাজমুল হাসান শান্তর নেতৃত্বে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ। তার সহযোগী হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ। আন্তর্জাতিক ওয়ানডেতে ১০৩টি ম্যাচ খেলা এই অলরাউন্ডার শান্ত না থাকার সময় নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ দলকে।

আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু করবে টাইগাররা। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। ২৭ ফেব্রুয়ারি গ্রুপপর্বের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মোকাবেলা করতে হবে শান্তর দলকে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights