সাকিব আল হাসান যোগ দিচ্ছেন লিজেন্ডস অব রূপগঞ্জে

অনলাইন ডেস্ক

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বড় আসর হিসেবে পরিচিত। এই আসরে অংশগ্রহণ করেন দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। ৩ মার্চ থেকে শুরু হতে চলা আসন্ন ডিপিএল আসরে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন সাকিব আল হাসান।

আজ (শনিবার) এবং আগামীকাল (রবিবার) দুই দিনব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল। দল গোছানোর কাজ করছে ক্লাবগুলো, এবং লিজেন্ডস অব রূপগঞ্জে যোগদান করছেন সাকিব আল হাসান। ক্লাবটি ইতোমধ্যে সাকিবকে দলে ভেড়ানোর বিষয়ে ঘোষণা দিয়েছে, এবং সাবেক বাংলাদেশ অধিনায়ক ছবি পাঠিয়ে দলবদল নিশ্চিত করেছেন। চুক্তির আনুষ্ঠানিকতা আগামীকাল সম্পন্ন হবে।

এছাড়া, লিজেন্ডস অব রূপগঞ্জের স্কোয়াডে আরও রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও তানজিম হাসান। লিজেন্ডস অব রূপগঞ্জ তাদের নতুন অধিনায়ক হিসেবে যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকবর আলিকে নির্বাচিত করেছে।

ডিপিএলের আগের আসরে সাকিব আল হাসান শেখ জামাল ধানমন্ডি দলের হয়ে খেলেছিলেন। তবে গত ৫ আগস্ট থেকে সাকিবকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, বিশেষ করে তার বিরুদ্ধে মামলা ও রাজনৈতিক অঙ্গনে তার অবস্থানের কারণে। তবে, ডিপিএলে কি আসলেই কি তিনি খেলতে পারবেন কিনা এটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights