পানি সীমার ধারে কাছেও ঘেঁষবেন না : যুক্তরাষ্ট্রকে ইয়েমেনের হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক
ইয়েমেনের পানি সীমার ধারে কাছে আসার পরিণতি সম্পর্কে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইয়েমেনের জাতীয় স্যালভেশন সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আল আজিজি আমেরিকার উদ্দেশে বলেছেন, ‘আমাদের পানি সীমার ধারে কাছেও আসবে না। এমনটা করলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে।’
তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং লোহিত সাগরে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে মার্কিন বাহিনীর উচিৎ হবে ইয়েমেনের পানিসীমা থেকে দূরে থাকা। আল-আজিজি বলেন, ইয়েমেনের উপকূলে মার্কিন বাহিনীর প্রবেশ মানেই ইয়েমেনের বিরুদ্ধে চলমান আগ্রাসনের শরীক হওয়া।
ইয়েমেনের রাজনৈতিক বিশ্লেষক ও সামরিক বিশেষজ্ঞ আব্দুল গনি আল জুবাইদি, আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, ইয়েমেনের কাছে নয়া ক্ষেপণাস্ত্র রয়েছে এবং তারা নিজের পানি সীমা ও দ্বীপগুলোর যেকোনো পয়েন্টে শত্রুর অবস্থানে হামলা চালাতে পারবে।
ইয়েমেনে মার্কিন ও সৌদি দোসরদের ক্ষমতার মসনদ উল্টে যাওয়ার কারণে ওয়াশিংটন ক্ষুব্ধ বলে জানান এই বিশ্লেষক। এর আগে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মুহাম্মদ আলী আল হুথি বলেছেন, সৌদি আরবকে রক্ষায় লোহিত সাগরে নিজের অবস্থান শক্তিশালী করতে চায় আমেরিকা।